মিরপুরে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ৫

রাজধানী মিরপুরে আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। ঢাকা-১৪ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ডাকা সভার শুরুতে গতকাল বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মিরপুরে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ৫

রাজধানী মিরপুরে আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। ঢাকা-১৪ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ডাকা সভার শুরুতে গতকাল বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার বিকাল সাড়ে চারটার দিকে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপনির্বাচনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী মুজির সারোয়ার মাসুমের সমর্থকদের সাথে যুবলীগের সাবেক নেতা গিয়াস উদ্দিন সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জাফর নামে বাঙলা কলেজ ছাত্রলীগের এক নেতা গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, মিরপুর হরিরামপুর টালি কোম্পানীর বাড়ি সংলগ্ন আলওয়াফি কনভেনশন হলে ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের আলোচনা সভা আহবান করা হয়। হলে প্রবেশ করার পূর্বে মাসুম সমর্থকরা শোডাউন করলে গিয়াস সমর্থকরা অতর্কিত হামলা চালায়। দু’পক্ষের মধে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মহানগর (উত্তর) সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি সভাস্থলে পৌছার পূর্বে এ সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি শান্ত করে। সভায় ওই আসনে মনোনয়ন প্রত্যাশী অর্ধশতাধিক নেতা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। দারুস সালাম থানা পুলিশ ঘটনার সত্যতা শিকার করেছে।

প্রকৌশল নিউজ/এমআরএস