করোনায় মারা গেলেন সংগীতার সেলিম খান
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের জনপ্রিয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘সংগীতা’র কর্ণধার সেলিম খান।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সংগীতার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সেলিম খানের ছোট ভাই রবিন ইমরান গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেলিম খানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়েছে।
এর আগে, গত ৪ ডিসেম্বর সেলিম খানের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর তাকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বুধবার দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
নব্বইয়ের দশকের অডিও ক্যাসেটের বাজারের পরিচিতি নাম সংগীতা। প্রতিষ্ঠানটি এখনও প্রযোজনা অব্যাহত রেখেছে।