বাইডেনের অভিষেকে যাচ্ছেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের আগামী ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক টুইট বার্তায় ট্রাম্প জানান, যারা এতদিন আমাকে জিজ্ঞাসা করেছেন ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানের বিষয়ে তাদের উদ্দেশে আমি বলছি, আমি শপথ অনুষ্ঠানে যাচ্ছি না।

বাইডেনের অভিষেকে যাচ্ছেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের আগামী ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক টুইট বার্তায় ট্রাম্প জানান, যারা এতদিন আমাকে জিজ্ঞাসা করেছেন ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানের বিষয়ে তাদের উদ্দেশে আমি বলছি, আমি শপথ অনুষ্ঠানে যাচ্ছি না। 

যুক্তরাষ্ট্রের কংগ্রেস গত বছরের নভেম্বরে হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়কে স্বীকৃতি দেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প জানুয়ারির ২০ তারিখ নিয়ম অনুযায়ী নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সাথে নিজের পরাজয় ‘মেনে’ নিয়ে ‘শান্তিপূর্ণভাবে’ ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়ে হোয়াইট হাউজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘণ্টা পরেই শুক্রবার এক টুইট বার্তায় ট্রাম্প জানান, আমি শপথ অনুষ্ঠানে যাচ্ছি না।

নভেম্বরের মাঝামাঝিতে সব ধরনের বড় বড় সংবাদমাধ্যমে জো বাইডেনের জয়ের প্রাথমিক খবর প্রকাশ পায়। এরপর ডিসেম্বরের মাঝামাঝিতে ইলেক্টোরাল কলেজ ভোটের মাধ্যমে নিশ্চিত হয় তার জয়। কিন্তু রিপাবলিকান প্রার্থী ট্রাম্প প্রায়ই জোর দিয়ে বলেছেন, ‘তিনি নিরঙ্কুশ জয় পেয়েছেন নির্বাচনে’। তিনি জোর দিয়ে এও বলেছেন, ‘তার নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও ভোট চুরি হয়েছে’। একারণে একটার পর একটা মামলা করেছিলেন তিনি, আর সবকটি মামলায় হেরেছেন।

গত বুধবার (৬ জানুয়ারি) ইতিহাসের সবচেয়ে বাজে পরিস্থিতির মুখে পড়ে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের অধিবেশন চলাকালে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উসকানিতে তাঁর সমর্থকেরা মার্কিন গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিল ভবনে আক্রমণ করে। এই হামলার ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকেই ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি জোরালো হয়। তবে ক্যাপিটল ভবনে হামলার পরপরই ডোনাল্ড ট্রাম্প নিরুপায় হয়ে ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন।

ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলা-সংঘাত-সংঘর্ষের কয়েক ঘণ্টা পরই জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেয় কংগ্রেস। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ঘোষণা দেন, আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট শপথ গ্রহণ করবেন এবং দুজন একইসঙ্গে দায়িত্ব গ্রহণ করবেন। নিয়ম অনুযায়ী কংগ্রেসের এই যৌথ অধিবেশনে সিনেটে সভাপতিত্ব করেন মাইক পেন্স।

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এক টুইটে তার চিফ অব স্টাফ ফ্রাডি ফোর্ড বলেন, ‘জর্জ ডব্লিউ বুশ এবং মিসেস বুশ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ক্যাপিটলে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।’