বাংলাদেশ কোস্ট গার্ডের হাতে আটক ভারতীয় ১৩ জেলে
বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধ ভাবে মাছ শিকার করার সময় মাছ ধরার ট্রলার সহ ভারতীয় ১৩ জেলেকে আটক করেছে কোষ্ট গার্ড।
বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধ ভাবে মাছ শিকার করার সময় মাছ ধরার ট্রলার সহ ভারতীয় ১৩ জেলেকে আটক করেছে কোষ্ট গার্ড।
গত ৭ আগষ্ট রাত প্রায় ১২ টা ২৫ মিনিটের দিকে বাংলাদেশ কোষ্ট গার্ডের জাহাজ 'সোনার বাংলা' টহলরত অবস্থায় থাকাকালীন বাংলাদেশের সমুদ্রসীমায় একটি ট্রলারকে অবৈধভাবে মাছ শিকার করতে দেখে। ভারতীয় ট্রলারটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের জাহাজ তাদের ধাওয়া করে বাংলাদেশের জলসীমা থেকে তাদের আটক করতে সক্ষম হয়।
এই মূহুর্তে ট্রলার সহ ভারতীয় ১৩ জেলেকে আইনানুগ ব্যবস্থা অনুযায়ী মোংলা থানায় হস্তান্তর পক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশের সমুদ্রসীমায় কোস্ট গার্ডের এধরণের অভিযান চলমান থাকবে।