মঙ্গলবার বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু উদ্বোধন করবেন মোদি

মঙ্গলবার (৯ মার্চ) বাংলাদেশ ও ভারতের মধ্যখানে অবস্থিত ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতু উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনী নদীর ওপর নির্মিত এ সেতু উদ্বোধন করবেন মোদি।

মঙ্গলবার বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু উদ্বোধন করবেন মোদি
ফেনী নদীর ওপর নির্মিত বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু

মঙ্গলবার (৯ মার্চ) বাংলাদেশ ও ভারতের মধ্যখানে অবস্থিত ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতু উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনী নদীর ওপর নির্মিত এ সেতু উদ্বোধন করবেন মোদি।

সোমবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টায় এ সেতু উদ্বোধন করা হবে।

১.৯ কিলোমিটার দীর্ঘ এই সেতু বাংলাদেশের রামগড়ের সঙ্গে ভারতের সাবরুমের যোগাযোগ স্থাপন করবে। ভারতের ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন ১৩৩ কোটি রুপি ব্যয়ে এই সেতু নির্মাণ করেছে।

ভারত-বাংলাদেশের মধ্যে সংযোগকারী ‘মৈত্রী সেতু’র উদ্বোধন সর্ম্পকে রোববার (৭মার্চ) ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্য এবং দুই দেশের মধ্যে ভ্রমণকারী মানুষের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এই সেতুটির মাধ্যমে। 

বিবৃতিতে আরও বলা হয়, এটি উদ্বোধনের ফলে ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে প্রবেশের জন্য ‘গেটওয়ে অব নর্থ-ইস্ট’ হয়ে উঠবে।

মৈত্রী সেতুর পাশাপাশি আগামীকাল নরেন্দ্র মোদি সাব্রুমে একটি ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এটি দুই দেশের মধ্যে পণ্য ও যাত্রীদের চলাচল সহজ, উত্তর-পূর্ব রাজ্যের পণ্যগুলোর জন্য নতুন বাজারের সুযোগ তৈরি এবং ভারত ও বাংলাদেশের যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে সহায়তা করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 

প্রকৌশল নিউজ/এমআর