মতিঝিলে পাটকল কর্পোরেশন ভবনে আগুন

মতিঝিলে পাটকল কর্পোরেশন ভবনে আগুন

রাজধানীর মতিঝিলে পাটকল কর্পোরেশন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। সোমবার (২২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম নিশ্চিত করেছেন।

লিমা খানম বলেন, ‘প্রাথমিকভাবে পাটকল কর্পোরেশন ভবনে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

ফায়ার সার্ভিস বলছে, আগুনের মাত্রা কিছুটা কম দেখা গেলেও পুরো ভবন ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। মতিঝিল ব্যাংক এলাকায় আগুন লাগার কারণে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট কাজ করছে। প্রথমে ৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও ইউনিট বাড়ানো হয়। ভবনের ছাদে ফায়ার সার্ভিসের দুটি স্টিলের মই ব্যবহার করে পাইপ টেনে দমকল কর্মীরা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগলেও এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, আনসার, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, ওয়াসা ও বিদ্যুতের কর্মকর্তা।