মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব, গুলিবিদ্ধ ১

চট্টগ্রামের রাউজানে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জে‌রে মো. সাইফ উদ্দীন খান সাবু ​(৪৯) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব, গুলিবিদ্ধ ১

চট্টগ্রামের রাউজানে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জে‌রে মো. সাইফ উদ্দীন খান সাবু ​(৪৯) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার বেলা আড়াইটার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা আবুদ্দার বাড়ির শেখ ইব্রাহীম জামে মসজিদে এ ঘটনা ঘটে।

সাইফ উদ্দীন খান সাবুর ভাই পৌরসভা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, তিন বছর আগে মসজিদ কমিটির সভাপতি আলী আজমের মৃত্যু হয়। মসজিদের কমিটি করার জন্য বার বার তাগিদ দেওয়া হয়। কিন্তু আলমগীর, ইসমাইল, ইব্রাহিম, জাহাঙ্গীর, সিবু ও বসর মসজিদের কমিটি করার কোনো উদ্যোগ নেননি। বরং তারা মসজিদ দখল করে রেখেছেন।

তিনি জানান, মসজিদের কমিটি না হওয়া পর্যন্ত কোনো ধরনের কাজ না করার জন্য জুমাবারে বলা হয়েছে। কিন্তু আজ দুপুরের পরে মসজিদের কাজ করতে আসলে আমার ভাই নিষেধ করেন। তারা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে খবর দেন। কাউন্সিলর আলমগীর আলী আসার সঙ্গে সঙ্গে আমার ভাইকে গুলি করেন। এ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, রাউজান থেকে মসজিদ কমিটির দ্বন্দে গুলিবিদ্ধ সাইফ উদ্দীন খান সাবু ​(৪৯) নামে একজনকে পৌনে ৪টার দিকে হাসপাতালে আনা হয়েছে। তাকে হাসপাতালের ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।