রাজধানীতে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্য মো. নয়ন মাতবর (২২) কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার বাড়ি শরীয়তপুর জেলায় বলে র্যাব জানায়।
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্য মো. নয়ন মাতবর (২২) কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার বাড়ি শরীয়তপুর জেলায় বলে র্যাব জানায়।
বৃহস্পতিবার র্যাব-২ এর এএসপি (মিডিয়া) আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করে জানান, তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি দল বুধবার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে রাজধানীর নিউমার্কেট থানার নিউ এলিফ্যান্ট রোডস্থ গফুর ম্যানসন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত নয়ন জিজ্ঞাসাবাদে জানায়, সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামী জঙ্গীবাদী বই ও প্রচারপত্র নিজের দখলে রেখে ও প্রচার করে নতুন সদস্যদের দলভূক্ত করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক পুস্তিকা, লিফলেট থেকে জঙ্গিবাদের সাথে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বাকী সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকৌশল/এমআরএস