রিসোর্টে দ্বিতীয় স্ত্রীসহ অবরুদ্ধ হেফাজত নেতা মামুনুল হক (ভিডিও)
নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের একটি রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের একটি রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মামুনুল হক দাবি করেছেন তার সাথে অবরুদ্ধ হওয়া নারী তার দ্বিতীয় স্ত্রী।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে একটি কক্ষে আমরা মামুনুল হককে আটক রেখে জিজ্ঞাসাবাদ করছি। বিস্তারিত পরে জানাব।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে হেফাজত নেতা মামুনুল হকসহ তার কথিত স্ত্রীকে আটক রেখেছে স্থানীয়রা।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে মামুনুল হক দাবি করেন, অবরুদ্ধ হওয়া নারী তার দ্বিতীয় স্ত্রী। তার নাম আমেনা তৈইয়্যেবা। ২ বছর আগে ওই নারীকে বিয়ে করেন বলেও দাবি করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরও একটি ভিডিওতে মামুনুল হককে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রিসোর্টের কক্ষে অবস্থান করা বিভিন্ন ব্যক্তির হাতে লাঞ্চিত হতে দেখো যায়।