সাইকেল মেকানিকের রাস্তা প্রেম!

রংপুরের পীরগঞ্জে উপজেলায় অভিনব উদ্যোগ নিয়েছেন এক বাইসাইকেল মেকানিক। নিজ অর্থ খরচে, নিজের উদ্যোগে এলাকার রাস্তা পরিস্কার করছেন তিনি। আর এ উদ্যোগতার নাম নুরুন্নবী মিয়া। তার সাথে কথা বলে জানা যায়, সাধারণ মানুষের স্বাস্থ সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ। তবে, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সাড়া পড়ে গেছে।

সাইকেল মেকানিকের রাস্তা প্রেম!

রংপুরের পীরগঞ্জে উপজেলায় অভিনব উদ্যোগ নিয়েছেন এক বাইসাইকেল মেকানিক। নিজ অর্থ খরচে, নিজের উদ্যোগে এলাকার রাস্তা পরিস্কার করছেন তিনি। আর এ উদ্যোগতার নাম নুরুন্নবী মিয়া। তার সাথে কথা বলে জানা যায়, সাধারণ মানুষের স্বাস্থ সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ। তবে, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সাড়া পড়ে গেছে।

সরেজমিনে গিয়ে যানা জায়, উপজেলার গুবিনাথপুর গ্রামের আব্দুল মালেক মিয়ার পুত্র ভুমিহীন বাইসাইকেল মেকার নুরুন্নবী মিয়া। তিনি নিজের তহবিল থেকে প্রতিদিন ৬ জন শ্রমিক দিয়ে সকাল সন্ধা পর্যন্ত কাজ করান। এতে প্রতিদিন শ্রমিক বাবদ তার ব্যয় হয় ২৪ শত টাকা। তিনি জানান, আমার যতটুকু সম্বল আছে তা দিয়েই কাজ করে যাব।

স্থানীয়রা জানায়, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের করতোয়া নদী কেটে ড্রাম ট্রাক এবং ট্রাক্টর দিয়ে বালু বহন করছে বিভিন্ন প্রভাবশালীরা। এসব বালু পীরগঞ্জ উপজেলা সহ বিভিন্ন স্থানে চাহিদা অনুযায়ী পৌঁছে যাচ্ছে।

স্থানীয়রা আরো জানায়, ছোট বেলায় থেকেই সহজ সরল নূরুন্নবী মানুষের সেবায় এগিয়ে আসতেন। কিন্ত, বর্তমানে এই এলাকায় নদী থেকে বালু উত্তোলনের ফলে পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। আর রাস্তায় প্রতিদিন শত শত ট্রাক, ট্রাকট্রর দিয়ে বালু পরিবহণের ফলে নাবিশ্বাস হয়ে উঠছে সাধারণ মানুষের। এরফলে, সড়ক ও  সড়কের দুই পাশ দখল করে আছে বালু। এতে করে, বাইসাইকেল, ভ্যান-রিক্সা বালুর কারণে যাতায়াত করতে সমস্যায় পড়ে ও ঘটে দুর্ঘটনা। লোকজনের চলাচলের সুবিধা হয় এ কারণেই তার এমন উদ্যোগ। আমরা তার মহতী উদ্যোগের জন্য সাধুবাদ জানাই।

নুরুন্নবী মিয়া বলেন, আমি সব সময় মানুষের ভ্যান সাইকেলের কাজ করে সংসার চলে কিন্তু পথচারীদের চলাচলের সমস্যা দেখে নিজের অর্থ দিয়ে রাস্তা পরিস্কার করছি। তিনি আরও বলেন, আমি খালাসপীর বাজার থেকে ড. ওয়াজেদ মিয়া সেতু পর্যন্ত  সড়ক পরিস্কার করবো। তবে, এখন খালাসপীর থেকে মোনাইল মোড় পর্যন্ত সড়ক পরিস্কার করছি। আমি গরিব মানুষ কত দিন এ কাজ চালিয়ে যেতে পারবো জানিনা।

‘আমি সবার সহযোগীতা চাই, সবাইকে সচেতন করতে চাই, যাতে করে এমন ধুলিকনার মধ্যে বসবাস করতে না হয়।’

উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, এটি সড়ক ও জনপদে রাস্তা, তারপরও যে ব্যক্তি কাজ করছে তার এটি একটি ভালো উদ্যোগ। এ মহতী কাজের জন্য সাধুবাদ প্রাপ্য।