৪২তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ
৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এ বিসিএসে মোট ৬ হাজার ২২ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের তালিকা পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এ ছাড়াও টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস করে উত্তীর্ণদের ফল পাঠানো হচ্ছে।
দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়ে। গত ২৬ ফেব্রুয়ারি ২৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রকৌশল নিউজ/এমআর