৯৯৯ এ ফোন : বাসযাত্রীকে হয়রানি থেকে রক্ষা করলো ট্রাফিক পুলিশ
‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে এক বাস যাত্রীর ফোন কলে ডিএমপির ট্রাফিক পুলিশের সহায়তায় বাসে যাত্রী হয়রানি থেকে রক্ষা পেলেন ভুক্তভোগী নজরুল ইসলাম।
‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে এক বাস যাত্রীর ফোন কলে ডিএমপির ট্রাফিক পুলিশের সহায়তায় বাসে যাত্রী হয়রানি থেকে রক্ষা পেলেন ভুক্তভোগী নজরুল ইসলাম।
বুধবার রাত সাড়ে ৮ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়ায় দায়িত্বরত সার্জেন্ট মোঃ মুহিদুল ইসলামের ভূমিকায় অনাবিল পরিবহন বাসের এ যাত্রী হয়রানি থেকে রক্ষা পেলেন। পুলিশের এ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ডেমরা জোনে কর্মরত আছেন।
বুধবার রাতে ভিকটিম নজরুল ও তার ভাই নিলয় মালিবাগ থেকে অনাবিল পরিবহনের একটি বাসে ওঠেন। তিনি বাসের ভাড়ার জন্য ১০০০ টাকার নোট দেন। বাসের সুপার ভাইজার ভাড়ার টাকা বাদে বাকী টাকা না দিয়ে ড্রাইভারের সাথে কথা বলে নেমে যান। ভিকটিম নজরুল, ড্রাইভার ও হেল্পারের নিকট একাধিকবার বাকি টাকা ফিরিয়ে দিতে বললে চালক-হেল্পার উল্টো ভিকটিমের সাথে দুর্ব্যবহার করেন।
কোন উপায় না পেয়ে ভিকটিম নজরুল ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন দেন। ৯৯৯ তাৎক্ষনিকভাবে বিষয়টি ট্রাফিক পুলিশকে অবগত করেন। দায়িত্বরত সার্জেন্ট মুহিদুল তথ্য পেয়ে অনাবিল পরিবহনের বাসটি থামিয়ে ভুক্তভোগী নজরুল এর সমস্যার সমাধান করেন।
দ্রুত বিষয়টি সমাধান করায় ভুক্তভোগী নজরুল ইসলাম সার্জেন্ট মুহিদুলসহ বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান।
প্রকৌশল নিউজ/এমআরএস