গণপূর্ত অধিদ্প্তরের প্রধান প্রকৌশলী পদে পরিবর্তন

গণপূর্ত অধিদ্প্তরের নতুন প্রধান প্রকৌশলী হয়েছেন মোহাম্মদ শামিম আখতার।
১৩ ডিসেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে পরিবর্তন আনা হয়েছে।
বর্তমান চলতি দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী আশরাফুল আলমকে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে পদায়ন করা হয়। হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ শামিম আখতারকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব দেয়া হয়েছে।