ডাকাতের দেয়া তথ্যের ভিত্তিতে বিদেশী পিস্তল উদ্ধার করলো পুলিশ

রাজধানীর হাতিরঝিল এলাকায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত মোঃ বিল্লাল হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

ডাকাতের দেয়া তথ্যের ভিত্তিতে বিদেশী পিস্তল উদ্ধার করলো পুলিশ

রাজধানীর হাতিরঝিল এলাকায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত মোঃ বিল্লাল হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

পুলিশ জানায়, গত ৮ই ডিসেম্বর হাতিরঝিল থানাধীন মিরেরবাগ এলাকায় একটি গৃহে জানালার গ্রিলকেটে ডাকাতির ঘটনায় একটি লাইসেন্সকৃত অস্ত্র, রিভলবারের গুলি, স্বর্ণালংকারসহ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গত ২০২০ সালের ১২ ডিসেম্বর হাতিরঝিল থানায় মামলা হয়। এ মামলার তদন্ত শুরু করে গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি রামপুরা থানার দস্যুতার মামলায় বিল্লালকে গ্রেফতার করে রামপুরা থানা পুলিশ। তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার ডাকাতির ঘটনায় উক্ত অভিযুক্তের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর আবেদন বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহাদত হোসেন সুমা জানান, পুলিশ হেফাজতে থাকা বিল্লাল হাতিরঝিলের ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি পিস্তল তার দখলে থাকার বিষয়ে স্বীকার করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দুইটায় পূর্ব রামপুরা ৭৮/৫/ডি হোল্ডিংস্থ বাড়ির একটি ঘরের পাশে মাটির নিচ হতে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত বিল্লাল ও তার সহযোগিরা হাতিরঝিল, শাহজাহানপুর, রামপুরা, মগবাজারসহ ঢাকা মহানগীর বিভিন্ন এলাকার বাসা-বাড়ীর  জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করতো। এরপর গৃহে বসবাসরত ব্যক্তিদের উক্ত অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে ডাকাতি সংঘটিত করতো।

এ অস্ত্র উদ্ধারের ঘটনায় রামপুরা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।

প্রকৌশল নিউজ/এমআরএস