দুই অনলাইন প্রতারক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে দু’জন অনলাইন প্রতারক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪ এর একটি দল।
রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে দু’জন অনলাইন প্রতারক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এর একটি দল।
রোববার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত পৌনে ২টার দিকে র্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুর থানাধীন পাইকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও মোবাইলসহ দুই প্রতারককে গ্রেপ্তার করে। তারা হচ্ছে- লিজা (৩০) ও মো: আকাশ (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত ফেইসবুকে বিভিন্ন পোশাক সামগ্রী এবং মোবাইল বিক্রয়ের উদ্দেশ্যে পেইজ খুলে পোশাক সামগ্রী ও বিভিন্ন মোবাইলের বিজ্ঞাপন দেখিয়ে অনলাইন ক্রেতাদের আকৃষ্ট করতো। পরবর্তীতে ক্রেতারা পোশাক সামগ্রী এবং বিভিন্ন মোবাইলের ছবি দেখে পেইজে থাকা মোবাইল নাম্বারে ফোন করে অর্ডার করলে গ্রেপ্তারকৃতরা ক্রেতাকে অনলাইনে পণ্য হোম ডেলিভারি করার কথা বলে পণ্য পাঠানোর আগেই পণ্যের মূল্য বিকাশ নাম্বারে নিয়ে নিতো। ওই চক্রটি টাকা পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রেতাদের ঠিকানায় চাহিদাকৃত পণ্যটি না পাঠিয়ে তার বিপরীতে তারা বিভিন্ন পুরানো কাপড়ের টুকরা পার্সেল করে পাঠিয়ে প্রতারণা করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
প্রকৌশল নিউজ/এমআরএস