হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় বজ্রপাতের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে নিহত একজন বৃদ্ধা নারী ও একজন কিশোরী।
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে নিহত একজন বৃদ্ধা নারী ও একজন কিশোরী।
৪ মে মঙ্গলবার দুপুর আড়াইটা ও বিকাল সাড়ে চারটায় বজ্রপাতে তারা নিহত হয়েছেন।
নিহত হওয়া কিশোরীটি হলো করমতি রবি দাস(১৬) অপর বৃদ্ধা মহিলা হলেন লক্ষী রানী দাশ(৫৫)।
এলাকাবাসী ও উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ১০ নং সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামের অর্জুন রবি দাসের কিশোরী কন্যা করমতি রবি দাস দুপুর আড়াইটায় বাড়ির পাশে কাজ করা অবস্থায় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
অন্যদিকে এই মৃত্যুর দুই ঘন্টা পরে বজ্রপাতে অপরজনেরও মৃত্যু হয়। তিনি হলেন ১ নং উত্তর পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দত্তপাড়া গ্রামের লক্ষী রানী(৫৫)।
সে ঐ পাড়ার মৃত রতিশ সরকারের স্রী। স্থানীয়রা জানান, ঐ বৃদ্ধা মহিলাটিও হাওরে ধান কুড়িয়ে আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বজ্রপাতের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মলয় কুমার দাশ। তিনি আরো জানান বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হবে।