দেশে ফেসবুক-ম্যাসেঞ্জার ব্যবহার করা যাচ্ছেনা!
দেশের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এর তাৎক্ষণিক ম্যাসেজিং প্ল্যাটফর্ম ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করা যাচ্ছেনা। এমন বিভ্রাটের মুখোমুখি হয়ে অধিকাংশ ব্যবহারকারীরা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অলিখিত বন্ধ করে রেখেছে।
দেশের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এর তাৎক্ষণিক ম্যাসেজিং প্ল্যাটফর্ম ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করা যাচ্ছেনা। এমন বিভ্রাটের মুখোমুখি হয়ে অধিকাংশ ব্যবহারকারীরা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অলিখিত বন্ধ করে রেখেছে।
ব্যবহারকারীরা জানিয়েছেন, আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে তারা ফেসবুক ও ম্যাসেঞ্জারে অক্সেস করতে পারছেন না। ব্যবহারে বিভ্রাটের মুখে পড়ছেন। রাত ৮টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে না।
গ্লোবাল আউটেজ শনাক্তকরণ সাইট ডাউনডিটেক্টরে ফেসবুকের বৈশ্বিক কোনো বিভ্রাটের কথা জানানো হয়নি বা কোনো সমস্যার কথাও বলেনি প্রতিষ্ঠানটি। এটা ইঙ্গিত করে, শুধু বাংলাদেশের বা স্থানীয় ব্যবহারকারীরাই ফেসবুক ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছেন।
প্রকৌশল নিউজ/এমএস