শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন সাকিব

আগামী মে মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজে খেলবেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন সাকিব
ফাইল ছবি

আগামী মে মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজে খেলবেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বেশ কয়েকটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর  ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম জানিয়েছেন, আগামী ১৫ থেকে ১৭ মে’র মধ্যে বাংলাদেশে পা রাখবে শ্রীলংকা ওয়ানডে দল। মে মাসেই শুরু হবে ওয়ানডে সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটের বিরতি কাটিয়ে এই সিরিজে খেলবেন সাকিব। 

জানা গেছে, সাকিবের আইপিএল খেলতে যেতে বাধা নেই। বিসিবির পক্ষ থেকে ডিরেক্টর ইসমাইল হায়দার ক্রিকেটের খবর ও স্কোর সম্প্রচারকারী ওয়েবসাইট ক্রিকবাজকে জানান, সাকিবকে দেওয়া অনাপত্তিপত্র বহাল আছে এবং তিনি আইপিএল খেলতে যাবেন।  তবে তার এই অনাপত্তিপত্রের মেয়াদ ১৮ মে পর্যন্ত। কারণ ওই সময়ে ঘরের মাঠে শ্রীলংকা বিপক্ষে বাংলাদেশের সিরিজ আছে এবং ওই সিরিজে খেলবেন এই অলরাউন্ডার। 

যদিও ৩০ মে পর্যন্ত চলবে আইপিএল।  তবে এর ফাঁকেই দেশে ফিরে জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন সাকিব। তবে,ঘরের মাঠে ওয়ানডেতে অংশ নিলেও আইপিএলের জন্য শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের সফরে থাকছেন না সাকিব। 

প্রকৌশল নিউজ/এমআর