অনন্য সাকিব
একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। এ অর্জন তার গত দশ বছরে ভালো খেলার। আর এরই স্বীকৃতি হিসেবে আইসিসি তাঁকে দিলো এ বিরল সম্মান।
একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। এ অর্জন তার গত দশ বছরে ভালো খেলার। আর এরই স্বীকৃতি হিসেবে আইসিসি তাঁকে দিলো এ বিরল সম্মান।
সাকিব আল হাসান একমাত্র খেলোয়াড় যিনি গত এক দশকে করেছেন ৫ হাজারেরও বেশি রান, সেই সাথে নিয়েছেন ১৭৭টি উইকেট।
গত ১০ বছরে ওয়ানডে ক্রিকেটের মাঠ মাতিয়েছেন এমন সব ক্রিকেটারদের নিয়ে সেরা এই একাদশ গঠন করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। যার নাম দেওয়া হয়েছে, ‘মেন’স ওডিআই টিম অব দ্য ডিকেড’।
ছবি: আইসিসি
আইসিসি ‘মেন’স ওডিআই টিম অব দ্য ডিকেড’ এর তালিকায় সর্বাধিক তিনজন ক্রিকেটার ঠাঁই পেয়েছে ভারতের। ২ জন করে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার, একজন করে নাম এসেছে বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ কিংবা জিম্বাবুয়ের কোনো ক্রিকেটারের ঠাঁই মেলেনি দশক সেরা ওয়ানডে একাদশে।
এই একাদশের নেতৃত্ব দেয়া হয়েছে ভারতের মহেন্দ্র সিং ধোনির কাছে। ওপেনার হিসেবে বেছে নেয়া হয়েছে ভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে। ব্যাটিংয়ের তিন ও চার নম্বরে যথাক্রমে রাখা হয়েছে ভারতের বিরাট কোহলি এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে।
পাঁচ নম্বরে অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। এরপর ৬ নম্বরে আছেন দলের অধিনায়ক, ব্যাটসম্যান এবং উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। সাত নম্বরে আছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।
এই দলে রাখা হয়েছে তিন পেসার এবং এক স্পিনারকে। তিন পেসার হলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। স্পিনার হিসেবে ঠাঁই মিলেছে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের।