নারী ক্রিকেটার সারাহ ছেলেদের কোচ
ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ডের সাবেক তারকা উইকেটকিপার সারা টেইলর ব্রিটিশ ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন। প্রথম নারী হিসেবে তিনি ব্রিটিশদের কাউন্টি ক্রিকেটের কোচিং স্টাফ হিসেবে যুক্ত হলেন। সাসেক্সের উইকেটকিপার কোচ নিযুক্ত হয়েছেন সারা। এই প্রথম কোনও মহিলা ক্রিকেটার ইংল্যান্ডের কোনও পুরুষ ক্রিকেট দলের কোচ হিসেবে যুক্ত হলেন।
ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ডের সাবেক তারকা উইকেটকিপার সারা টেইলর ব্রিটিশ ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন। প্রথম নারী হিসেবে তিনি ব্রিটিশদের কাউন্টি ক্রিকেটের কোচিং স্টাফ হিসেবে যুক্ত হলেন। সাসেক্সের উইকেটকিপার কোচ নিযুক্ত হয়েছেন সারা। এই প্রথম কোনও মহিলা ক্রিকেটার ইংল্যান্ডের কোনও পুরুষ ক্রিকেট দলের কোচ হিসেবে যুক্ত হলেন।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কিছুদিন সারা সাসেক্সের অস্থায়ী পদে কাজ করতেন। সেই সঙ্গে ইস্টবর্নের একটি স্কুলে কোচিং করাতেন। এবার একেবারে নতুন দায়িত্বে। সারা বলেছেন, ‘আমি নিজের অভিজ্ঞতা সাসেক্সের উইকেটকিপারদের সঙ্গে ভাগ করে নিতে চাই। সেটা যাতে ওরা ম্যাচে কাজে লাগাতে পারে।’
ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭ সেঞ্চুরিতে প্রায় সাড়ে ৬ হাজার রান আছে তার। এছাড়া সবসময়ের সেরা কিপারদের ছোট্ট তালিকায়ও রাখা হয় তাকে।
সাসেক্সের প্রধান কোচ জেমস কার্টলি বলেন, ‘সারাহর দেওয়ার আছে অনেক কিছু, শুধু আমাদের ক্রিকেটারদের জন্যই নয়, দলের আবহের জন্যও। উইকেটকিপিংয়ে সে দারুণ দক্ষ, কিন্তু ব্যক্তি হিসেবেও দলে যোগ করবে অনেক কিছু। কোচ হিসেবে নতুন ভাবনার খোরাক জোগাবে এবং যোগাযোগের ক্ষেত্রে সে অসাধারণ ’
প্রকৌশল নিউজ/এমআরএস