প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ : প্রতিমন্ত্রী
করোনাভাইরাসের ধাক্কা সামাল দিতে যুক্তরাজ্যের সব ফ্লাইট বিশেষ নজরদারিতে আছে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে।
করোনাভাইরাসের ধাক্কা সামাল দিতে যুক্তরাজ্যের সব ফ্লাইট বিশেষ নজরদারিতে আছে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা মহড়ায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।
মাহবুব আলী বলেন, পর্যবেক্ষণ সাপেক্ষে প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে। এখন সাত দিন বাধ্যতামূলক কোয়ারেনটাইনের সঙ্গে তাদের কেয়ার দেওয়া হচ্ছে। বিমানবন্দর, স্বাস্থ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সবাই আমরা অবগত। এখন আমরা বিশেষ নজরদারি করছি। করোনার সময় সবাই ফ্লাইট বন্ধ করে, আমরাও বন্ধ করি। এরপর আবার আমরা ফ্লাইট চালু করি।
এসময় উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, বিমানবন্দর পরিচালক তৌহিদ উল আহসানসহ অন্যরা।
অপরদিকে মহড়ায় বিমানবাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ,স্বাস্থ্য অধিদফতর অংশগ্রহণ করে। একইসাথে বাংলাদেশ বিমানের কর্মকর্তারাও এতে অংশ নেন।