মুন্সীগঞ্জে তিন কোটি মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নারায়ণগঞ্জ অঞ্চলের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।

মুন্সীগঞ্জে তিন কোটি মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নারায়ণগঞ্জ অঞ্চলের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।

বুধবার নৌ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ কারেন্ট জাল উদ্ধারের জন্য বুধবার মুন্সীগঞ্জ সদর থানাধীন দয়ালবাজার এবং বিনোদপুর এলাকায় ৩টি গুদামঘর ও ১টি কারখানায় অভিযান চালায় নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদ।

অভিযানে অংশগ্রহণকারী মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি ২ কোটি ৮৫ লাখ টার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। জব্দ করা কারেন্ট জালের মধ্যে ২১ হাজার পিস ববিন ছিল। জব্দকৃত কারেন্ট জালের মূল্য আনুমানিক ১৪ কোটি ২৫ লাখ টাকা। কারেন্ট জাল উৎপাদনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

নৌ পুলিশ প্রধান মো. আতিকুল ইসলাম বলেন, কারেন্ট জালের উৎপাদন বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজও নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে।  দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল নির্মূল না হওয়া পর্যন্ত নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকৌশল নিউজ/এমআরএস