মোহাম্মদ ইমরানের সাথে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সাক্ষাৎ
ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ ইমরান দ্বিপাক্ষিক গূরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শনের লক্ষ্যে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে সফর করছেন। এ ধারাবাহিকতায়, শুক্রবার সকালে হাইকমিশনার ইমরান আসামের মুখ্যমন্ত্রী, সর্বানন্দ সোনোয়াল-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বৈঠকে মোহাম্মদ ইমরানের সাথে গৌহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারি হাই কমিশনার ও বাংলাদেশ হাই কমিশন নয়া দিল্লীর প্রথম সচিব উপস্থিত ছিলেন।
ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ ইমরান দ্বিপাক্ষিক গূরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শনের লক্ষ্যে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে সফর করছেন। এ ধারাবাহিকতায়, শুক্রবার সকালে হাইকমিশনার ইমরান আসামের মুখ্যমন্ত্রী, সর্বানন্দ সোনোয়াল-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বৈঠকে মোহাম্মদ ইমরানের সাথে গৌহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারি হাই কমিশনার ও বাংলাদেশ হাই কমিশন নয়া দিল্লীর প্রথম সচিব উপস্থিত ছিলেন।
আলোচনায় হাই কমিশনার দুইদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির উপর গূরুত্ব আরোপ করেন। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অবহিত করে হাই কমিশনার বলেন, বাংলাদেশ এখন উন্নয়নে পথে অনেকদূর অগ্রসর হয়েছে এবং অর্থনৈতিক ভাবে অনেক সুদৃঢ় অবস্থানে রয়েছে। বাংলাদেশ বর্তমান উন্নয়ন চিত্র সম্পর্কে আসামের জনগনেকে পরিচিত করাতে এবং দুদেশের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের এবং ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে এ দুই অঞ্চলের জনগনের মধ্যে নিবিড় যোগাযোগ স্থাপনের প্রতি বাংলাদেশ হাই কমিশনার জোর দেন। মুখ্যমন্ত্রী সোনোয়াল দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও বাণিজ্য জটিলতা নিরসনে দুদেশের বাণিজ্য প্রতিনিধি ও আমদানি রপ্তানির সাথে সরাসরি জড়িতদের মধ্যে নিয়মিত বৈঠক ও যোগাযোগের উপর গূরুত্ব আরোপ করেন।
এর আগে, মোহাম্মদ ইমরান গত বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি দুপুরে তামাবিল শুল্কস্থলবন্দর ইমিগ্রেশন কেন্দ্র পরির্দশন করেন। এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, ব্যাবসায়ি প্রতিনিধি, তামাবিল চুনা পাথর ,পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপ এবং তাবামিল ইমিগ্রেশন ও কাস্টাম‘স কর্মকর্তাগণসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এছাড়া, তিনি বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন বধ্যভুমি পরির্দশন করেন ও মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে এবং বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি ব্যাপকভাবে উজ্জল হয়েছে। প্রতিবেশী ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিবেশী ভারতের আসামসহ উত্তরপুর্বাঞ্চলের রাজ্য গুলোর সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ও পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে দু-দেশের সরকার কাজ করে যাচ্ছে। এলক্ষে ভারতে আমাদের মিশনগুলো আন্তরিক ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি ব্যাবসায়ী প্রতিনিধিদের ভারতের সাথে বাণিজ্যে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিরসনে সর্বাত্নক সহযোগিতা আশ্বাস দেন।
একইদিন, হাই কমিশনার মেঘালয়ের ডাউকী শুল্কস্থলবন্দর ইমিগ্রেশন কেন্দ্র পরির্দশন করেন এবং স্থানীয় ভারতীয় ব্যাবসায়ি প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এছাড়া, সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তসংলগ্ন এলাকায় ভারতের প্রস্তাবিত নতুন শুল্কস্থল বন্দর এলাকা পরিদর্শন করেন।
ঐদিন সন্ধ্যায়, হাই কমিশনার শিলং-এ মেঘালয়ের মুখ্যমন্ত্রী, কনরাড সাংমা ও মেঘালয় সফররত ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে সাক্ষাৎ করেন। এছাড়া, মেঘালয়ের প্রাদেশিক সভার স্পিকার ও ডেপুটি স্পিকারের সাথেও হাই কমিশনারের দেখা করেন। এর আগে, হাই কমিশনার ইমরান আসামের গভর্নর জগদীশ মুখী মেঘালয়ের গভর্নর সত্য পাল মালিকে ও উপ-মুখ্যমন্ত্রীর প্রেস্টন টিনসং-এর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রকৌশলনিউজ/এসআই