যাত্রীবাহী নৌযান সাবধানে চলার অনুমতি
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর কারণে দুই দিন বন্ধ থাকার পর আবারও যাত্রীবাহী নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)৷
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর কারণে দুই দিন বন্ধ থাকার পর আবারও যাত্রীবাহী নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)৷
বৃহস্পতিবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম সাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়েছে।
তিনি জানান, এক ইঞ্জিন ব্যতীত অন্যান্য যাত্রীবাহী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৫ মে) ঘূর্ণিঝড় ইয়াসের কারণে অভ্যন্তরীণ নদীবন্দরে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করা হয়৷