রেলওয়ের নতুন ডিজি ধীরেন্দ্র নাথ
বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক(ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক(অবকাঠামো) ধীরেন্দ্র নাথ মজুমদার।
বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক(ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) ধীরেন্দ্র নাথ মজুমদার।
সোমবার রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আগামীকাল থেকে নতুন দায়িত্ব পালন করবেন তিনি। মন্ত্রণালয়ের উপসচিব সুরাইয়া আখতার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়।
এর আগে ধীরেন্দ্র নাথ মজুমদার বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) হিসেবে নিয়োজিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে রেলের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন মো. শামসুজ্জামান। তিনি অবসরে যান ৩১ জানুয়ারি রবিবার।