সিরাজগঞ্জের সব মহাসড়কেই তীব্র যানজট

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের সব মহাসড়কেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে। জেলার হাটিকুমরুল গোলচত্বর থেকে তিনটি রুটের অন্তত ৪৫ কিলোমিটার জুড়ে যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সিরাজগঞ্জের সব মহাসড়কেই তীব্র যানজট

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের সব মহাসড়কেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে। জেলার হাটিকুমরুল গোলচত্বর থেকে তিনটি রুটের অন্তত ৪৫ কিলোমিটার জুড়ে যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ গোলচত্বর থেকে শুরু করে হাটিকুমরুল গোলচত্বর, হাটিকুমরুল-নাটোর রুটের নাঈমুড়ী ও হাটিকুমরুল-বগুড়া রুটের ভুইয়াগাঁতী পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে।  

এদিকে মহাসড়কে যানজটের ফলে আন্তঃজেলা রুটের অসংখ্য যানবাহন সিরাজগঞ্জ শহর দিয়ে মুলিবাড়ী মহাসড়কে যাচ্ছে। যার ফলে শহরের নিউ ঢাকা সড়ক, এম এ মতিন সড়ক ও সিরাজগঞ্জ-চান্দাইকোন আঞ্চলিক সড়কে যানবাহন ঢুকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জেলার সব মহাসড়কেই যানজট রয়েছে। যানজট কতদূর পর্যন্ত ছড়িয়ে গেছে এ মুহূর্তে তা বলাও সম্ভব নয়। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।  

সড়ক ও জনপথ (সওজ) ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল থেকে জরাজীর্ণ নলকা সেতুর সংস্কারকাজ শুরু করার পর যানজটের তীব্রতা বাড়তে থাকে।  সংস্কার কাজ চলার কারণে একটি লেন বন্ধ থাকছে। এ কারণে দু’দিন ধরে যানজটের কবলে রয়েছে মহাসড়ক। তবে আজকের মধ্যেই নলকা সেতুর কাজ শেষ হবে। সংস্কার কাজ শেষ হলেই এ অচলাবস্থার অবসান ঘটবে। 

প্রকৌশলনিউজ/সু