মিয়ানমারের ঘটনায় সীমান্তে টহল জোরদার

প্রতিবেশী দেশ মিয়ানমারের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। এছাড়া, দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। মিয়ানমারের রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যেকোনও ধরনের অনুপ্রবেশ ঠেকাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

মিয়ানমারের ঘটনায় সীমান্তে টহল জোরদার

প্রতিবেশী দেশ মিয়ানমারের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। এছাড়া, দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। মিয়ানমারের রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যেকোনও ধরনের অনুপ্রবেশ ঠেকাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সোমবার এ  তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র সচিব গণমাধ্যমকে বলেছেন, এ ধরনের পরিস্থিতিতে সীমান্ত ব্যবস্থা জোরদার করা হবে, এটাই স্বাভাবিক।

সম্ভাব্য কোনও অনুপ্রবেশের বিষয়ে তিনি বলেন, কক্সবাজারে ১১ লাখ রোহিঙ্গা আছে, যা আমাদের জন্য একটি বড় বোঝা। এই পরিস্থিতিতে একজন বাড়তি মানুষও গ্রহণ করার অবস্থায় নেই বাংলাদেশ। বরং আমাদের মূল লক্ষ্য প্রত্যাবাসন। সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি।