ক্যানসারে আক্রান্ত অভিনেতা আবদুল কাদের, অবস্থা সংকটাপন্ন

ক্যানসারে আক্রান্ত অভিনেতা আবদুল কাদের, অবস্থা সংকটাপন্ন

টেলিভিশন পর্দার জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের ক্যানসারে আক্রান্ত। তাঁর শরীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি বর্তমানে চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। 

সম্প্রতি আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি  চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতাল থেকে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। 

জেমি জানান, বেশ কিছুদিন ধরেই তাঁর শ্বশুর অসুস্থ ছিলেন। ঠিকমতো খেতে পারছিলেন না। বিভিন্ন হাসপাতালে একাধিকবার পরীক্ষা–নিরীক্ষার করেও তাঁর কোনো রোগ ধরা পড়ছিল না। পরে সর্বশেষ পুরো শরীর সিটি স্ক্যান করে জানা যায় এই অভিনেতার টিউমার হয়েছে। 

জেমি বলেন, ‘টিউমার ধরা পড়ার পর আমরা পারিবারিক সিদ্ধান্তে ৮ ডিসেম্বর চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করিয়েছি। এখানে আবারও চেকআপ করা হলে ১৫ ডিসেম্বর ডাক্তাররা বোর্ড মিটিং করে বললেন, আমার শ্বশুরের ক্যানসার। বর্তমানে ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এটি এখন চতুর্থ স্টেজে আছে।’

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) থেকে এই অভিনেতার রক্তে হিমোগ্লোবিন কমে যাচ্ছে। অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে বলেও জানান তিনি।

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন আবদুল কাদের। এ ছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরিচিত মুখ তিনি। আবদুল কাদের তাঁর বিভিন্ন হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য টেলিভিশনের পর্দায় তুমুল জনপ্রিয়।