আরো তিন দিন থাকবে ঘন কুয়াশা
আরো তিন দিন থাকবে ঘন কুয়াশা
রাজধানীসহ সারদেশে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। রাতের পাশাপাশি তাপমাত্রা কমেছে দিনেও। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘন কুয়াশা আরো কয়েকদিন থাকবে। এছাড়া চলতি মাসে দুটি শৈত্যপ্রবাহ ও বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সারা দেশে ঘন কুয়াশার কারণে দেখা মিলছেনা সূর্যের। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা কিছুটা বাড়ায় জানান দিচ্ছে শৈত্য প্রবাহের আগাম বার্তা। রাজধানীতেও কুয়াশায় আচ্ছাদিত থাকছে অনেক বেলা পর্যন্ত। বাড়তি সতর্কতা নিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে।
এদিকে, উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। এসব এলাকার নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ যেমন বেড়েছে তেমনি বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষও। আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন অনেকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘন কুয়াশা অব্যাহত থাকবে আরো দুই থেকে তিন দিন।
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, ১২.৩ ডিগ্রী সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে নদী পথে রাত থেকে ভোর অবদি নৌযান চলাচল ব্যাহত হয়।