দুই দিন গ্যাসের চাপ কম থাকবে : তিতাস
আগামীকাল শনিবার ভোর ৬টা থেকে রোববার রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জসহ আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিযেছে তিতাস।

আগামীকাল শনিবার ভোর ৬টা থেকে রোববার রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জসহ আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিযেছে তিতাস।
তিতাস গ্যাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএ) আগামী ১০ থেকে ১১ এপ্রিল রাত ১০টা পর্যন্ত বাগরাবাদ সিদ্দিরগঞ্জ গ্যাস লাইনে পিগিং কার্যক্রম করবে। এজন্য নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সোনারগাঁও, গজারিয়া, মেঘনাঘাট এলাকায় স্বল্পচাপ বিরাজ করবে।
প্রসঙ্গত, এর আগে গত ৬ এপ্রিল সকাল ১০টার দিকে সিদ্দিরগঞ্জ-গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএস এ কয়েকটি ভালভে লিকেজ পায় তিতাস। তাই জরুরি ভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কোনও রকম পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জবাসি। পরে বেলা ৫টা নাগাদ গ্যাস সরবরাহ শুরু করা হলেও পুরো পরিস্থিতি স্বাভাবিক হয় রাত ৯টার পরে।