দুঃস্থ ও শীতার্তদের পাশে ৩৮তম বিসিএস সুপারিশপ্রাপ্তরা

দুঃস্থ ও শীতার্তদের পাশে ৩৮তম বিসিএস সুপারিশপ্রাপ্তরা

৩৮ তম বি‌সিএস সুপারিশপ্রাপ্তরা সারাদেশের শীতার্ত ও দুঃস্থ‌দের মা‌ঝে শীতবস্ত্র, মাস্ক ও পে‌ট্রো‌লিয়াম‌ জে‌লি বিতরণ করছেন। ৩৮ তম বি‌সিএস সুপারিশপ্রাপ্তদের মধ্যে ২২০৪ জন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই উদ্যোগটি নিয়েছেন।

এই কর্মসূ‌চির আওতায় শুক্রবার রাত ১১ টায় ঢাকার ৩টি স্থানে তারা শীতার্ত‌দের মা‌ঝে এসব সামগ্রী বিতরণ কর‌বেন।

ঢাকার কমলাপুর রেলস্টেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের এলাকা এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় এই কর্মসূ‌চির অংশ হিসেবে শীতার্ত‌ ও দুঃস্থ‌দের মা‌ঝে ৩৫০টি কম্বল বিতরন করা হবে।

এর আগে দেশের ১৪টি জেলায় শুক্রবার সকাল থেকে এই কর্মসূ‌চির অংশ হিসেবে শীতার্ত ও দুঃস্থ‌দের মা‌ঝে শীতবস্ত্র, মাস্ক ও পে‌ট্রো‌লিয়াম‌ জে‌লি বিতরণ করা হয়েছে। এই জেলাগুলো হল : ১. সিরাজগঞ্জ ২. গাইবান্ধা ৩. বগুড়া ৪. রংপুর ৫. লালমনিরহাট ৬. পঞ্চগড় ৭. কুড়িগ্রাম ৮. নেত্রকোনা ৯. নাটোর ১০. নওঁগা  ১১. নীলফামারী  ১২. ঠাঁকুরগাও  ১৩. খাগড়াছড়ি   ১৪. রাঙামাটি

এই কর্মসূ‌চির অংশ হিসেবে সারা বাংলাদেশে মোট ১৫টি জেলায় প্রায় ২০টি স্থানে ২৫০০টি কম্বল, ২১৫০ টি পেট্রোলিয়াম জেলি ও ৩০০০ মাস্ক বিতরন করা হবে।