সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম (২৫) ও গোলাম রসুল (১৭) নামে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে শাহিনুর রহমান (১৬)।
সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম (২৫) ও গোলাম রসুল (১৭) নামে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে শাহিনুর রহমান (১৬)।
শনিবার (১৫ মে) বেলা ৩ টার দিকে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের গোলখালি শ্মশানঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাছিমাবাদ গ্রামের হামিদ মোড়লের ছেলে এবং গোলাম রসুল একই গ্রামের ফজর মোল্ল্যার ছেলে। আহত শাহিনুর রহমান আবু সাঈদ মোড়লের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ৩ যুবক একটি মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে জেলার শ্যামনগর উপজেলা সদর থেকে ভেতরের রাস্তা দিয়ে আশাশুনির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিগঞ্জের গোলখালি শ্মশানঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাঁবলা গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক তৌহিদুল ইসলামের মৃত্যু হয়। স্থানীয়রা অপর দুই জনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম রসুল মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রণজিৎ মন্ডল জানান, বেলা ৩ টার দিকে তিন যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন আগেই মৃত্যুবরণ করেছিলো। অপর দুইজনের মধ্যে থেকে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।