সাততলা বস্তির ভয়াবহ আগুনের দৃশ্য
সাততলা বস্তির ভয়াবহ আগুনের দৃশ্য
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। মধ্যরাতে বস্তিবাসী ঘুমন্ত থাকায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশংকা করা যাচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টা ৪৭ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট একযোগে রওনা দিয়েছে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন প্রকৌশল নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে নয়টি ইউনিট একযোগে রওনা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিস। রাত ১২টা ৫৫মিনিটে আগুন নিয়ন্ত্রনে এসেছে ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগে উপ-পরিচালক দেবাশীষ বর্ধন ।