আইসিইউতে সংগীত পরিচালক ফরিদ আহমেদ

সংগীত পরিচালক ফরিদ আহমেদ আইসিইউতে রয়েছেন। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি ছিলেন এই সংগীত পরিচালক।

আইসিইউতে সংগীত পরিচালক ফরিদ আহমেদ

সংগীত পরিচালক ফরিদ আহমেদ আইসিইউতে রয়েছেন। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি ছিলেন এই সংগীত পরিচালক।

রোববার  ফরিদ আহমেদের ঘনিষ্ঠজন গীতিকার ফরিদা ফারহানা বলেন, ‘গত রাতে স্যারের শারীরিক অবস্থার অবনতি হয়। অনেক চেষ্টার পর স্কয়ার হাসপাতালে একটা আইসিইউ পাওয়া যায়। তাকে ভেন্টিলেটরে দেওয়া হয়েছে। হাইফ্লো অক্সিজেন চলছে। সবাই স্যারের জন্য দোয়া করবেন।’

গত ২৫ মার্চ করোনা পজিটিভ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফরিদ আহমেদ ও তার স্ত্রী।

ফিরোজ সাঁইয়ের হাত ধরে পেশাদার সংগীতাঙ্গনে পথচলা শুরু হয় অসংখ্য কালজয়ী গানের সুরকার ফরিদ আহমেদের। রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎসহ অনেক গুণী শিল্পীর জন্য গান তৈরি করেছেন তিনি।  

ফরিদ আহমেদ আড়াই হাজারের বেশি নাটক, চার শতাধিক ধারাবাহিক এবং জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’সহ অসংখ্য সরকারি-বেসরকারি ও টিভি অনুষ্ঠানের থিম সং তৈরি করেছেন। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে প্রায় ৩০টি সিনেমায় কাজ করেছি তিনি।  

২০১৭ সালের সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফরিদ আহমেদ। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনা করে এ পুরস্কার অর্জন করেন তিনি।

প্রকৌশল নিউজ/এমএস