আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ।
রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ জানিবুল ইসলাম জোসি ও মোঃ বাসির আলী। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২ টি পিস্তল, ৮ রাউন্ড পিস্তলের গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা হতে তাদের গ্রেফতার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম।
মঙ্গলবার বেলা ১১:৪৫ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, অবৈধ অস্ত্রের বিপণন, ব্যবহার ও প্রদর্শন সবকিছুই বাংলাদেশের প্রচলিত আইনে নিষিদ্ধ। কিছু বর্ডার এলাকা থেকে ঢাকা শহরে মাঝেমধ্যে অবৈধ অস্ত্র এসে থাকে, তারই ধারাবাহিকতায় গুলি, ম্যাগাজিনসহ দুইটি পিস্তল উদ্ধার করা হয়। এঘটনায় জোসি ও বাসিরকে গ্রেফতার করা হয়।
হাফিজ আক্তার বলেন, গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত অবৈধ অস্ত্রসমূহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা হতে ঢাকায় নিয়ে আসে। অবৈধ অস্ত্রগুলো বিক্রয় করার জন্য তারা যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছিলো।
গ্রেফতারকৃত জোসি ইতোমধ্যে দুবার অস্ত্র মামলায় ও বিস্ফোরক মামলায় গ্রেফতার হয়েছে। তারা ঢাকা শহরে কোন অশান্তকর পরিবেশ সৃষ্টি বা কাউকে অস্ত্র সরবরাহ করার জন্য এনেছিল কিনা কিংবা এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা এ বিষয়গুলো খতিয়ে দেখবে বলে জানান ডিবির এ কর্মকর্তা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাফিজ আক্তার, জাতীয় নির্বাচনের পূর্বে ও পরবর্তীতে দেশকে অস্থিতিশীল করার জন্য বর্ডার এলাকায় কিছু অসাধু অস্ত্র ব্যবসায়ী অবৈধ আগ্নেয়াস্ত্র দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। এরই ধারাবাহিকতায় এগুলো ঘটছে কিনা আমরা খতিয়ে দেখছি। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ডিএমপিসহ বাংলাদেশের অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত কঠোর অবস্থানে থাকে। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের কর্মকর্তা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে বলে জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
প্রকৌশল নিউজ/এমআরএস