আফগানিস্তানে যোগাযোগ বাড়াতে চীনের আহ্বান
আফগানিস্তানে সার্বিক রাজনৈতিক সামাজিক পরিস্থিতিতে চীন মনে করছে, এই পরিস্থিতে যুক্তরাষ্ট্র, তার মিত্র দেশসমূহ এবং অন্যান্য রাষ্ট্রের উচিত দেশটির সঙ্গে যোগাযোগ বাড়ানো। বার্তাসংস্থা সিনহুয়া বরাত দিয়ে ভারতের পিটিআই জানিয়েছে, আফগানিস্তানের সাম্প্রতিক অবস্থা ও করণীয় সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে টেলিফোনে আলোচনা ও মত বিনিময় করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
আফগানিস্তানে সার্বিক রাজনৈতিক সামাজিক পরিস্থিতিতে চীন মনে করছে, এই পরিস্থিতে যুক্তরাষ্ট্র, তার মিত্র দেশসমূহ এবং অন্যান্য রাষ্ট্রের উচিত দেশটির সঙ্গে যোগাযোগ বাড়ানো। বার্তাসংস্থা সিনহুয়া বরাত দিয়ে ভারতের পিটিআই জানিয়েছে, আফগানিস্তানের সাম্প্রতিক অবস্থা ও করণীয় সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে টেলিফোনে আলোচনা ও মত বিনিময় করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
টেলিফোনে ওয়াং ই অ্যান্টনি ব্লিনকেন কে বলেন, ‘আফগানিস্তানের সার্বিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন ঘটছে। আমরা মনে করছি, এই মুহূর্তে বিশ্বের সব রাষ্ট্রের উচিত তালেবানদের সঙ্গে যোগাযোগ বাড়ানো।’
‘তা ছাড়া আর একটি ব্যাপার হলো, তালেবান বাহিনী দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল। তাদের সঙ্গে যদি যোগাযোগ বাড়ানো যায়, সেক্ষেত্রে তাদেরকে একভাবে রাষ্ট্র পরিচালানার বিষয়ে গাইড করাও সম্ভব হবে।’