ইসহাক ফারুকীর ‘যাত্রা বিরতি ২০ মিনিট’

১৯ মার্চ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২১। বইমেলা উপলক্ষ্যে বাজারে আসছে সাংবাদিক, কবি, নাট্যকার ও লেখক মো. ইসহাক ফারুকীর প্রথম বই ‘যাত্রা বিরতি ২০ মিনিট’।

ইসহাক ফারুকীর ‘যাত্রা বিরতি ২০ মিনিট’

১৯ মার্চ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২১। বইমেলা উপলক্ষ্যে বাজারে আসছে সাংবাদিক, কবি, নাট্যকার ও লেখক মো. ইসহাক ফারুকীর প্রথম বই ‘যাত্রা বিরতি ২০ মিনিট’।

নবসৃষ্টি প্রকাশনীর ব্যানারে বইটি মেলার জন্য পরিবেশনার দায়িত্ব নিয়েছে আলোকায়ন। দর্শনার্থী ও পাঠক-পাঠিকাদের জন্য মেলার ২৯৬ নং স্টলে বইটি পাওয়া যাবে। পনেরটি ছোট্ট ছোট্ট গল্পের সমাহার ‘যাত্রাবিরতি ২০ মিনিট’। কবিগুরুর ভাষায় ‘শেষ হইয়াও হইলো না শেষ’ ধাঁচের গল্পগুলোকে পাঠকদের সামনে ভিন্ন দৃষ্টিভঙ্গিতের উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। গল্পগুলো মানুষের মন, বাস্তবতা, মনস্তত্ব, হাস্যরস, প্রহসন, অস্থিরতার পাশাপাশি সাহিত্য, সহমর্মিতা, পত্রিকা, টিভি, বিপণন, শিক্ষা, করোনা, ব্যবসা, উন্নয়ন, প্রভৃতি বিষয়গুলোকে উপজীব্য করে রচিত হয়েছে।

সমকালীন চিত্রের পাশাপাশি আবহমান বাংলা ও বাঙালীর চেতনা উঠে এসেছে। বিভিন্ন পত্রিকায় কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ছাপা হলেও এবারে বাজারে আসছে মো. ইসহাক ফারুকীর প্রথম বই।

লেখালেখি ও সাংবাদিকতার পাশাপাশি টিভি নাটক লেখা, প্রামাণ্যচিত্র নির্মাণ, জনসংযোগের ক্রাইসিস ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এবং প্রশিক্ষক হিসেবে কাজ করছেন তিনি।

প্রকৌশল নিউজ/এমআরএস