এবারও হারা ম্যাচ জিতলো মুম্বাই

এবারও হারা ম্যাচ জিতলো মুম্বাই

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুরের কাছে হেরে এবারের আইপিএলে যাত্রা শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। তবে পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ১৫২ রানের সংগ্রহ নিয়ে ১০ রানের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছিল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এবার মুম্বাইয়ের তৃতীয় ম্যাচে কলকাতার মতোই ভাগ্যবরণ করতে হলো হায়দরাবাদকে। বোলারদের নৈপুণ্যে মুম্বাইকে ১৫০ রানে আটকে ফেলেছিল হায়দরাবাদ। কিন্তু ব্যাটসম্যানরা পারেননি ম্যাচ শেষ করতে। বোলারদের অসাধারণ পারফরম্যান্সে ১৩ রানের জয় পেয়েছে মুম্বাই।

চলতি আসরে এটি মুম্বাইয়ের দ্বিতীয় জয়। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে রোহিত শর্মার দল। অন্যদিকে নিজেদের আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো আসরের প্রথম তিন ম্যাচেই হারল হায়দরাবাদ। স্বাভাবিকভাবেই টেবিলের তলানিতে রয়েছে তারা।

অথচ ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুটা দুর্দান্ত করেন হায়দরাবাদের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। দেখেশুনে খেলে প্রথম দুই ওভারে ৫ রান নেয় হায়দরাবাদ। তবে পরের ৪ ওভারে বেয়ারস্টো ঝড়ে আসে ৫২ রান। অর্থাৎ পাওয়ার প্লে'তে হায়দরাবাদ পেয়ে যায় বিনা উইকেটে ৫৭ রান।

অধিনায়ক ডেভিড ওয়ার্নার একপ্রান্ত আগলে রেখে যেন দর্শকের ভূমিকায় দেখছিলেন বেয়ারস্টোর তাণ্ডব। তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের প্রথম চার বলেই ২০ রান নিয়ে নেন বেয়ারস্টো। অ্যাডাম মিলনের করা পরের ওভারে এক চার ও দুই ছয়ে আসে ১৯ রান।

প্রকৌশল নিউজ/এমএস