কতজন শিশু শ্রমিক কর্মরত ছিল খতিয়ে দেখছে র‍্যাব

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া হাসেম ফুড কাখানায় কতজন শিশু কর্মরত ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

কতজন শিশু শ্রমিক কর্মরত ছিল খতিয়ে দেখছে র‍্যাব

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া হাসেম ফুড কারখানায় কতজন শিশু কর্মরত ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে সজীব গ্রুপের খাদ্যপণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান হাসেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে হতাহত ও ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক শ্রমিক পরিবারের মাঝে মানবিক সহায়তা বাবদ ঈদ উপহার প্রদান শেষে শিশুশ্রম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাবের মহা-পরিচালক এসব কথা জানান।

মহাপরিচালক আরো জানান, দেশে মাদক উদ্ধার, জঙ্গিবাদ নিয়ন্ত্রন ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন স্পর্শকাতর মামলার আসামিদের গ্রেফতারসহ নানা ক্ষেত্রে র‌্যাবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া আসন্ন ঈদ উপলক্ষে দেশের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে র‌্যাব নানা পদক্ষেপ নিয়েছে।

প্রকৌশল নিউজ/এমআরএস