চাঁদপুরে যাত্রিবাহী লঞ্চ থেকে ২৫শ' কেজি জাটকা জব্দ

চাঁদপুরে ৩টি যাত্রিবাহী লঞ্চ থেকে ২ হাজার ৫০০ কেজি (প্রায় ৬৩ মণ) জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

চাঁদপুরে যাত্রিবাহী লঞ্চ থেকে ২৫শ' কেজি জাটকা জব্দ

চাঁদপুরে ৩টি যাত্রিবাহী লঞ্চ থেকে ২ হাজার ৫০০ কেজি (প্রায় ৬৩ মণ) জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

শনিবার মধ্যরাতে চাদঁপুরের তিনটি যাত্রীবাহী লঞ্চ থেকে এসব জাটকা জব্দ করা য় বলে জানান বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক।

লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় এমভি সোনার তরী-২ (ভোলার দৌলতখান থেকে ঢাকা সদর ঘাট গামী), এমভি তাসরিফ-৩ (হাতিয়ার চরফেশন থেকে ঢাকা সদর ঘাট গামী) এবং এমভি শাহরুক-১ (শরিয়তপুরের গুশের হাট থেকে ঢাকা সদর ঘাট গামী) নামক ৩টি যাত্রিবাহী লঞ্চে উক্ত অভিযান পরিচালনা করা হয়। 

জব্দকৃত জাটকার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭,৫০,০০০ টাকা মাত্র। উক্ত অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নাই বলেও তিনি জানান।

পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো নির্বাহী মেজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। 

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে।