ঢাকায় ‘ড্রাগ রেস’ ব্যবস্থা নিলো পুলিশ
রাজধানীর মহাখালী ফ্লাইওভারের উপরে বনানী থেকে জাহাঙ্গীর গেইট হয়ে বিজয় স্মরনী পর্যন্ত রাস্তায় ‘ড্রাগ রেস’ নামক গাড়ি রেসের খেলার কারণে রাস্তার উভয় পাশের বাসিন্দাদের জীবন অতিষ্ট হয়ে উঠেছে।
রাজধানীর মহাখালী ফ্লাইওভারের উপরে বনানী থেকে জাহাঙ্গীর গেইট হয়ে বিজয় স্মরনী পর্যন্ত রাস্তায় ‘ড্রাগ রেস’ নামক গাড়ি রেসের খেলার কারণে রাস্তার উভয় পাশের বাসিন্দাদের জীবন অতিষ্ট হয়ে উঠেছে।
বৃহস্পতিবার মাঝ রাত থেকে প্রায় ভোররাত পর্যন্ত সমাজের বখে যাওয়া কিছু মানুষ অস্বাভাবিক আওয়াজের সাথে অতি উচ্চ গতিতে এমন গাড়ী চালিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেছে এক ভুক্তোভোগী।
ঢাকা মেট্টোপলিটন পুলিশের গুলশান বিভাগের আওতাধীন ওই এলাকার বার্তাটি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে পাঠানো বার্তাটি আমলে নিয়ে ডিএমপি’র গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তীকে পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা দেন।
সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনার প্রেক্ষিতে গুলশান বিভাগের ডিসির বিশেষ উদ্যোগ ও সমন্বয়ে রোববার রাতে গুলশান বিভাগ ও গুলশান ট্রাফিক বিভাগ যৌথভাবে এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উচ্চগতিতে এবং উচ্চশব্দে হর্ণ বাজিয়ে গাড়ি চালানোর প্রতিযোগিতায় লিপ্ত থাকার অভিযোগে পাঁচটি গাড়িসহ চালকদেরকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ডিসি গুলশান নিশ্চিত করেছেন, জনবিরক্তি ও জনউপদ্রব বন্ধে তার দায়িত্বাধীন এলাকায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
প্রকৌশল নিউজ/এমআরএস