তালেবানের সঙ্গে পাকিস্তানের সংলাপ শুরু

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের তালেবানের সঙ্গে তার দেশের আলোচনা শুরু করার খবর দিয়েছেন। তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অবকাশে তিনি এ খবর জানান। খবর দ্য ডনের।

তালেবানের সঙ্গে পাকিস্তানের সংলাপ শুরু

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের তালেবানের সঙ্গে তার দেশের আলোচনা শুরু করার খবর দিয়েছেন। তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অবকাশে তিনি এ খবর জানান। খবর দ্য ডনের।

ইমরান খান শনিবার এক টুইটবার্তায় বলেন, আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের লক্ষ্যে তার সরকার তালেবানের সঙ্গে আলোচনা শুরু করেছে।

তিনি আরও লিখেছেন, আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার পর বিশেষ করে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রাহমানের সঙ্গে বিস্তারিত আলোচনার পর তিনি এ সংলাপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

ইমরান খানের ভাষায়, আফগানিস্তানের একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের লক্ষ্যে তিনি এ উদ্যোগ নিয়েছেন।

পাক প্রধানমন্ত্রীর দাবি, তালেবান তাদের ভবিষ্যৎ স্থায়ী সরকারে আফগানিস্তানের সব জনগোষ্ঠী বিশেষ করে হাজারা, তাজিক ও উজবেক জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সম্মত হয়েছে।

ইমরান খান বলেন, ৪০ বছরের যুদ্ধ শেষে আফগানিস্তানে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠিত হলে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হতে পারে। আর সে রকমটি করা সম্ভব হলে তা শুধু আফগানিস্তানের জনগণ নয় সেই সঙ্গে এ অঞ্চলের সব দেশের জনগণ লাভবান হবে।

সম্প্রতি তালেবান আফগানিস্তানে যে অন্তর্বর্তী সরকার গঠন করেছে, তাতে এই গোষ্ঠীর বাইরের কোনো প্রতিনিধি রাখা হয়নি যদিও তারা একটি অংশগ্রহণমূলক সরকার গঠন করার প্রতিশ্রুতি দিয়েছিল।