দেশেও করোনার নতুন ধরন 'ওমিক্রন' শনাক্ত
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ বাংলাদেশে শনাক্ত হয়েছে। জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার মধ্য দিয়ে দেশে এই প্রথম করোনার ওমিক্রন ধরন শনাক্ত হলো বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ বাংলাদেশে শনাক্ত হয়েছে। জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার মধ্য দিয়ে দেশে এই প্রথম করোনার ওমিক্রন ধরন শনাক্ত হলো বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে দেওয়া এক বক্তব্য স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
জাহিদ মালেক বলেন, আমাদের নারী ক্রিকেট টিম ১ ডিসেম্বর জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে। ক্রিকেট টিমের দুইজন সদস্যের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। পুরো ক্রিকেট টিমকেই এখন কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা ভালো আছেন। তাদের কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্রিকেট টিমের সংস্পর্শে যারা এসেছিলেন, তাদেরও টেস্ট করার ব্যবস্থা করেছি। অন্য কারও শরীরে ভাইরাস পাওয়া যায়নি। যেহেতু এখন পর্যন্ত আমরা দুইজন খেলোয়াড়ের শরীরে পেয়েছি, আশা করছি, অন্য কারও শরীরের ভাইরাসটি যায়নি। আমরা কন্ট্রাক্ট ট্রেসিংয়ের ব্যবস্থা করছি।
সচেতনতা এবং সতর্কতার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের আরও সচেতন এবং সতর্ক থাকতে হবে। এয়ারপোর্টে আমরা আরও জোরদার স্কিনিং করেছি। বর্ডারগুলোতেও আমরা স্কিনিং জোরদার করেছি। আফ্রিকার থেকে যারা দেশে আসবেন তাদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার জন্য ব্যবস্থা করেছি।
এছাড়া একই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর।
এর আগে তিন দফায় পরীক্ষা-নীরিক্ষা করা হয় দুই ক্রিকেটারের নমুনার। আরো নিশ্চিত হতে গত সোমবার সন্ধ্যায় আবারও তাদের নমুনা নেয় আইইডিসিআর।
অবশেষে তারা ওমিক্রনে আক্রান্ত বলে নিশ্চিত হয়েছে আইইডিসিআর।
গত ৮ নভেম্বর প্রথম অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। এরই মধ্যে অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্বিগ্ন বিজ্ঞানীরাও। মহামারি পরিস্থিতি যখন অনেকেটাই স্বাভাবিকের দিকে ফিরছিল, ঠিক সেই মুহূর্তে করোনাভাইরাসের নতুন ধরন বিশ্বজুড়ে ফের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ওমিক্রন নিয়ে প্রাথমিক তথ্য বিশ্লেষণের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ইতোমধ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদেরও নতুন এই ধরনে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
প্রকৌশলনিউজ/সু