নব্য জেএমবির বোমা তৈরির কারিগর গ্রেফতার
নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির বোমা তৈরির কারিগরসহ কয়েক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির বোমা তৈরির কারিগরসহ কয়েক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে সিটিটিসির কর্মকর্তারা বিস্তারিত জানাবেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধঘোষিত এ জঙ্গি সংগঠনের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়। তারা বোমা বানাতে পারদর্শী। কয়েকটি বোমা তৈরির আস্তানারও সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে শক্তিশালী বোমা ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। এর পর থেকেই সিটিটিসি বোমা তৈরির কারিগরকে খুঁজতে থাকে। তবে, তাকে কোথা থেকে কখন গ্রেফতার করা হয়েছে, তা জানায়নি পুলিশ।
প্রকৌশল নিউজ/এমআরএস