পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে আটক করেছে দুদক
সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারকে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতার দায়ে তার বান্ধবী অবন্তিকা বড়ালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারকে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতার দায়ে তার বান্ধবী অবন্তিকা বড়ালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুপুর একটার দিকে দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীনের নেতৃত্বে একটি দল তাকে আটক করে।
দুদকের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে জানান, পি কে হালদারের টাকা পাচার, জনগণের জামানত লুটপাটসহ নানা অনিয়মে অবন্তিকা বড়ালের সংশ্লিষ্টতার প্রমাণ তদন্তে উঠে এসেছে।
কয়েক বার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও দুদকের ডাকে সাড়া দেননি তিনি। বর্তমানে অবন্তিকাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে শুক্রবার (৮ জানুয়ারি) রেড নোটিশ জারি করে ইন্টারপোল। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) অর্থাৎ ইন্টারপোলের ঢাকা শাখার অনুরোধে ইন্টারপোল এ রেড নোটিশ জারি করে।