পু‌রোপু‌রি দুর্নী‌তি মুক্ত করা দুরূহ কাজ: দুদক চেয়ারম্যান

পু‌রোপু‌রি দুর্নী‌তি মুক্ত করা খুবই দুরূহ কাজ বলে মনে করেন দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের (দুদক) নব-নিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ। তিনি ব‌লেন, ‘দুর্নী‌তি একটা সহনীয় পর্যা‌য়ে নি‌য়ে আস‌তে আমরা কাজ করবো।’

পু‌রোপু‌রি দুর্নী‌তি মুক্ত করা দুরূহ কাজ: দুদক চেয়ারম্যান

পু‌রোপু‌রি দুর্নী‌তি মুক্ত করা খুবই দুরূহ কাজ বলে মনে করেন দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের (দুদক) নব-নিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ। তিনি ব‌লেন, ‘দুর্নী‌তি একটা সহনীয় পর্যা‌য়ে নি‌য়ে আস‌তে আমরা কাজ করবো।’ 

শনিবার (১৩ মার্চ) গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধিতে শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে তি‌নি এসব কথা ব‌লেন।

মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ ব‌লেন, ‘জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা‌নের স্বপ্ন ছি‌ল শোষণ মুক্ত, বৈষম্যহীন ও দুর্নী‌তিমুক্ত সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়‌নে কাজ কর‌বে দুদক' বলে জানান নব-নিযুক্ত দুদক চেয়ারম্যান।