‘প্রকৃতির স্নিগ্ধ আবেশে, ঘুরে আসুন ঢাকা রিসোর্টে’

ঢাকা শহরের মানুষ, আমরা সবাই খুব ব্যস্ত থাকি। সময় পেলেই পরিবার নিয়ে ঘুরে আসতে সবাই চাই। কিন্তু একদিনের জন্য বা ছুটির দিনে ঢাকার আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায়, তা আমরা অনেকেই জানিনা। তাই ঘুরতে যেতেও পারিনা। তবে, একদিনের জন্য ঢাকার পাশে ঘুরে আসতে পারেন। আজ জেনে নেই ঢাকার পাশে ঘুরতে যাওয়া একটি জায়গার নাম।

‘প্রকৃতির স্নিগ্ধ আবেশে, ঘুরে আসুন ঢাকা রিসোর্টে’
ঢাকা রিসোর্ট

ঢাকা শহরের মানুষ, আমরা সবাই খুব ব্যস্ত থাকি। সময় পেলেই পরিবার নিয়ে ঘুরে আসতে সবাই চাই। কিন্তু একদিনের জন্য বা ছুটির দিনে ঢাকার আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায়, তা আমরা অনেকেই জানিনা। তাই ঘুরতে যেতেও পারিনা। তবে, একদিনের জন্য ঢাকার পাশে ঘুরে আসতে পারেন। আজ জেনে নেই ঢাকার পাশে ঘুরতে যাওয়া একটি জায়গার নাম।

সবুজে শ্যামল ছায়া ঢাকা প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে বিনোদন পার্ক ‘ঢাকা রিসোর্ট’। রাজধানী ঢাকা থেকে অল্প দূরে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় আন্তর্জাতিক মানের সুবিধা নিয়ে ভ্রমণ বিলাসী ও বিনোদন পিয়াসী মানুষের কাছে আস্থা অর্জন করেছে এই রিসোর্টটি। রিসোর্টটিতে আছে অবকাশ যাপনের জন্য প্রাকৃতিক পরিবেশ, আধুনিক সাজে সজ্জিত কটেজ ও প্রিমিয়াম রুম, রয়েছে সবুজে ঘেরা সুইমিং পুল, ইকো পার্ক, হরিণের খামার, রেস্টুরেন্ট, সবুজ মাঠ, সুসজ্জিত লবি, গাড়ী পার্কিং, জেনারেটর এবং আরও অনেক কিছু। খেলাধুলার জন্য রয়েছে ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, ভলিবল এবং ইনডোর কিছু গ্যেমস এর ব্যবস্থা।

রাজধানীর গাবতলি থেকে সভার নবীনগর অতিক্রম করে চন্দ্রা। সেখান থেকে কালিয়াকৈর। কালিয়াকৈর বাজার থেকে ডানদিকে ফুলবাড়ীয়া বাজার রোডে আমতলী বাজার এর সন্নিকটে ঢাকা রিসোর্ট।

এছাড়া, মহাখালী বাসস্ট্যান্ড থেকে ঢাকা-গাজীপুর হাইওয়ে হয়েও এ রিসোর্টটিতে পৌঁছা যাবে।

এখানে অবকাশ যাপনের আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। দৃষ্টিনন্দন আধুনিক স্থাপনা। প্রকৃতিক পরিবেশে কটেজগুলোর এ রিসোর্টটির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

এখানে বিয়ে, জন্মদিন কিংবা অফিসিয়াল কাজের জন্য একাধিক সুপরিসর কমিউনিটি সেন্টার রয়েছে। খেলার মাঠের পাশাপাশি আছে শিশুদের জন্য আলাদা প্লে-গ্রাউন্ড। সুপরিসর সুইমিং পুলে একসঙ্গে অনেক মানুষের গোসলের ব্যবস্থা আছে।

ঢাকা রিসোর্ট সূত্রে জানা গেছে, অতিথীদের জন্য যেসব সুবিধা রয়েছে:

(১) লাক্সারি টাওয়ার বিল্ডিং
(২) কটেজ
(৩) এক্সিকিউটিভ পিকিনিক জোন-১
(৪) এক্সিকিউটিভ পিকিনিক জোন-২
(৫) ফ্যামিলি পিকনিক জোন 
(৬) খেলার মাঠ (ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, ভলিবল) 
(৭) রেস্টুরেন্ট 
(৮) সবুজে ঘেরা সুইমিং পুল
(৯) বাচ্চাদের জন্য ইকো পার্ক 
(১০) হরিণের খামার
(১১) সুসজ্জিত লবি
(১২) গাড়ী পার্কিং 
(১৩) ২৪ ঘন্টা বিদ্যুৎ ও জেনারেটর ও
(১৪) ইনডোর কিছু গেমস এর ব্যবস্থা।

এছাড়া সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিষয় করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে রিসোর্টটিতে।

ঢাকা রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক ও টোয়াবের পরিচালক সজিবুল-আল-রাজীব বলেন,  ‘আসলে মানুষ প্রতিনিয়ত বিনোদন কিংবা অবকাশ যাপনের জন্য ঘরের বাইরে বের হচ্ছে। দেশে ক্রমেই বেড়ে চলেছে ভ্রমণপ্রিয় মানুষের সংখ্যা। আমরা সেই মানুষের বিনোদনের চাহিদা পূরণের লক্ষ্যে এ রিসোর্টটি প্রতিষ্ঠা করেছি।’

তিনি বলেন, ‘রাজধানীর  কোলাহল থেকে বেরিয়ে শান্ত নিবিড় পরিবেশে অতিথিরা আমাদের এ রিসোর্টে এলে নির্মল প্রশান্তি পাবেন। শুধু ঢাকা নয়, সারা দেশের মানুষের সেবা দেয়ার উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, আমাদের স্লোগানই হচ্ছে,প্রকৃতির কোলে, স্নিগ্ধ আবেশে, কাটুক সময় ঢাকা রিসোর্ট এ।’

প্রকৌশলনিউজ/এসআই