প্রেমিকাসহ ৬ জনকে খুনের পর আত্মহত্যা
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে প্রেমিকের গুলিতে প্রেমিকাসহ ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক আত্মহত্যা করেছেন।

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে প্রেমিকের গুলিতে প্রেমিকাসহ ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক আত্মহত্যা করেছেন।
রোববার (৯ মে) কলোরাডো স্প্রিংসে এক জন্মদিনের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কলোরাডো স্প্রিংস পুলিশ জানিয়েছে, ‘অভিযুক্ত হামলাকারী জন্মদিনের পার্টিতে নিহত নারীদের মধ্যে একজনের প্রেমিক। অভিযুক্ত ওই ব্যক্তি গাড়ি চালিয়ে ঘটনাস্থলে যান, হেঁটে ভেতরে ঢোকার পরই অতিথিদের ওপর গুলিবর্ষণ শুরু করেন। পরে তিনি নিজেও আত্মহত্যা করেন।’
পুলিশ আরও জানায়, ‘গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ছয় ব্যক্তির লাশ উদ্ধার করে। একইসঙ্গে আশঙ্কাজনকভাবে আহত অবস্থায় আরও এক ব্যক্তিকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।’
পুলিশের দেয়া তথ্যমতে, জন্মদিন উদযাপনে বন্ধুবান্ধব, পরিবারের সদস্য ও শিশুরা সেখানে জড়ো হয়েছিলেন। এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি সেখানে বন্দুক হামলা চালান। সূত্র : রয়টার্স