ফুলতলায় বাজার বণিক কল্যাণ সোসাইটির মতবিনিময়
খুলনার ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে সম্ভাব্য প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
খুলনার ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে সম্ভাব্য প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শিল্পপতি মোহাম্মদ জহির উদ্দিন রাজীব ভূঁইঞার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, কমিটির সদস্য মোশারফ হোসেন মোড়ল, বরকত আলী ভুইয়া বাটুল, দুলাল অধিকারী, ওয়াহিদুজ্জামান নান্না, আজিজুল হক ফারাজি, মোল্যা হেদায়েত হোসেন লিটু, শেখ আবুল কাশেম, মতিয়ার বিশ্বাস, ইসামাইল হোসেন বাবলু, জাহাঙ্গীর মোড়ল, শেখ আঃ রশিদ, শহিদুল্লাহ প্রিন্স, হাসান ফকির, আঃ হাই সরদার। প্রার্থীদের পক্ষে বক্তৃতা করেন এস রবীন বসু, খুরশিদ মোড়ল, মনির হাসান টিটো, রেজোয়ান হোসেন রাজা, আলমগীর হোসেন মোল্যা, আশরাফুল আলম কচি, এস কে মিজানুর রহমান, ইকতিয়ার উদ্দিন সুমন, তারেক হাসান নাইচ, মাসুম মোল্যা, জাহিদুল ইসলাম লাভলু, সাগর গাজী, আবুল খায়ের, ইলিয়াস মোল্যাসহ অনেকে।
সভায় সম্ভাব্য প্রার্থীরা আগামী ফেব্রয়ারীর মধ্যে নির্বাচন সম্পন্ন করার সাম্ভাব্য তারিখ নির্ধারণ, সঠিক ভোটার তালিকা প্রনয়ন এবং ফুটপাথের অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গৃহিত হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সদস্যদের ধন্যবাদ জানান।