ভারতের দিল্লির আদালত কক্ষের ভেতরে গোলাগুলি, নিহত ৩

ভারতের দিল্লির একটি আদালতের ভেতরে পুলিশ ও সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় দিল্লির কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

ভারতের দিল্লির আদালত কক্ষের ভেতরে গোলাগুলি, নিহত ৩

ভারতের দিল্লির একটি আদালতের ভেতরে পুলিশ ও সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় দিল্লির কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) উত্তর দিল্লির রোহিণী আদালত কক্ষে এ ঘটনা ঘটে।  

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র ওরফ গোগীকে দুপুরে দিল্লির রোহিণী আদালতে নিয়ে আসে পুলিশ। ২০৬ নম্বর কোর্টে তার শুনানি চলছি। এ সময় গোগীর বিরোধী গোষ্ঠী টিল্লুর গ্যাংয়ের দুজন সদস্য আইনজীবীর পোশাকে আদালতে প্রবেশ করেন।  

আদালত কক্ষের কাছে গিয়ে গোগীর ওপর এলোপাথাড়ি গুলি চালায় তারা। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন গোগী। এ সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীদের দুজন নিহত হয়।

এ ঘটনায় প্রকাশিত একটি ভিডিও দেখা যায়, একই কক্ষের বাইরে থেকে ভেতরে গুলি ছুড়ছেন পুলিশের এক সদস্য। এ সময় অনেকে দৌড়াদৌড়ি করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবারের এই ঘটনায় আদালত চত্বরের মধ্যে ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি চলেছে। গোলাগুলিতে সেখানে কর্মরত এক নারী আইনজীবী আহত হয়েছেন।  

২০২০ সালে গোগীকে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডজনখানেক চাঁদাবাজি ছাড়াও ডাকাতি ও গাড়ি চুরির মামলা চলছিল।

প্রকৌশলনিউজ/সু